• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে আনসার ভিডিপি সদস্যদের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

admin
প্রকাশিত মে ২৭, ২০২৪
সিলেটে আনসার ভিডিপি সদস্যদের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

একুশে নিউজ ডেস্ক : সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে নাগরিক আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস সোমবার সকাল ৯টায় সিলেট জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন।

বৃদ্ধ বয়সে পেনশন বহির্ভূত জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভূক্ত করার প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্যকে রেঞ্জ কমান্ডার সবিস্তারে আনসার ও ভিডিপি সদস্যগণের সামনে তুলে ধরেন।

আনসার ও ভিডিপি সদস্যগণ ও সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে নানান খুঁটিনাটি বিষয় সম্পর্কে রেন্জ কমান্ডারকে প্রশ্ন করে জেনে নেয় এবং উদ্বুদ্ধ হয়ে নিজে রেজিস্ট্রেশন করার পাশাপাশি নিজ পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরকেও সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার জন্য রেঞ্জ কমান্ডারের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হয়। একই সাথে নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণার মাধ্যমে এ স্কীম সম্পর্কে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।