• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে বিএনপি নেতার উপর আওয়ামীলীগের নেতৃত্বে হামলা

admin
প্রকাশিত মে ২৯, ২০২৪
ছাতকে বিএনপি নেতার উপর আওয়ামীলীগের নেতৃত্বে হামলা

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে এক বিএনপি নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ মে) দুপুর ১টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগন্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ওই বিএনপি নেতার নাম নুরুল আমিন সুজন (৪৫)। তিনি ছাতক উপজেলার গোবিন্দগন্জ এলাকার বাসিন্দা এবং ছাতক উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় ভুক্তভোগী নুরুল আমিন সুজন এর সঙ্গে যুবলীগ নেতা আব্দুল গফ্ফার ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের দীর্ঘদিন যাবত রাজনৈতিক বিরোধ চলে আসছিল।

এরই প্রেক্ষিতে আজ দুপুর ১টার দিকে ভুক্তভোগী নুরুল আমিন সুজন রিকশাযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অভিযুক্ত আব্দুল গফ্ফারের অফিসের সামনে পৌঁছলে অভিযুক্তরা তার রিকশার গতিরোধ করে এবং তাকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে লোহার রড, বাঁশ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী নুরুল আমিন সুজন এর ভাই গনমাধ্যমকে বলেন আমার ভাই একজন বিএনপি নেতা। এ কারণে দীর্ঘদিন যাবত যুবলীগ নেতা আব্দুল গফ্ফার ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে থানায় আমরা অবগত করলেও কোনো বিচার পাইনি।আমি আমার ভাইয়ের উপরে এ হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাই।