
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের পর এবার সিলেট নগরীতে মাঠে নেমেছে আওয়ামী যুবলীগ। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে এবং কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মিছিল সমাবেশ করে মহানগর যুবলীগ। এতে বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি শহীদ মিনারের সামন থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র এবং জ্বালাও-পোড়াও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করুক না কেন, বাংলার মাটিতে তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বিভিন্ন আন্দোলনে তারা ইন্ধন যোগাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর যুবলীগের সহ সভাপতি ফাইয়াজ খান, সৈয়দ গুলজার আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশুয়ার জাহান সৌরভ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী, ১নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ খলিলুর রহমান কামরান, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, ৭নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুবলীগ নেতা আব্দুল মুকিত, মোস্তাফক আহমদ ও ছাত্রলীগের দিলওয়ার হোসেন। ।