• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ইস্ট লন্ডনে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ৫, ২০২৪
ইস্ট লন্ডনে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি : সমৃদ্ধ জনপদ গড়ার অঙ্গীকারের স্লোগান নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে”র কার্যনির্বাহী পরিষদের এক সভা ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।

সংগঠনের সভাপতি কাউন্সিলর ফলিক চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাবিব মিয়া ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কুতুব উদ্দিন খান, রেদওয়ান আহমেদ সোহেল, কামাল উদ্দিন সাবলু, আবুল বশর , অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, মাহমুদ রহমান মান্না, আনোয়ার হোসেন তৈরুছ,বখতিয়ার খান, রুবেল আহমদ আফজল, আবুল কালাম ও ইসমাইল আলী।

সবাই সংগঠনের বিগত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আলোচনার মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়। সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ম্যাগাজিনেরও কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ম্যাগাজিন প্রকাশনাসহ ইউকেতে বসবাসরত খাজাঞ্চী ইউনিয়নের প্রবাসীদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।