• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে খাজাঞ্চিতে যুবদল নেতা মোক্তার আলীর বাড়িতে হামলায় আহত তার সহধর্মিণী

admin
প্রকাশিত জুন ৮, ২০২৪
বিশ্বনাথে খাজাঞ্চিতে যুবদল নেতা মোক্তার আলীর বাড়িতে হামলায় আহত তার সহধর্মিণী

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রহিমপুর গ্রামে খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোক্তার আলীর বাড়িতে শুক্রবার রাত (৭ জুন) আনুমানিক ৯ ঘটিকার সময় হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলাকারী দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সাথে নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাহার ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও তাহার সহধর্মিণী রুনা বেগমকে পিটিয়ে আহত করে।

আহত রুনা বেগমের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এসে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে থাকে উদ্ধার করে স্হানীয় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলার ঘটনার খবর শুনে আমাদের সংবাদকর্মী হাসপাতালে ছুটে গিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেন।

হামলার বিষয়ে আহত রুনা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই হামালা পূর্ব পরিকল্পিত। আমার স্বামীর সাথে পূর্ব বিরোধের জের ধরেই আওয়ামীলীগ নেতা নুনু মিয়া চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা কবির আহমদ কুব্বারের সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়েছে এবং আমার ঘরের আসবাবপত্র ভাংচুর করে মালামাল লোট করে নিয়ে গেছে।

উল্লেখ্য যে, খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোক্তার আলী একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন যাবত একটি হত্যা মামলার আসামী হয়ে দেশ পলাতক আছেন।