• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দের বিদায় ও বরণ

admin
প্রকাশিত জুন ১০, ২০২৪
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দের বিদায় ও বরণ

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়কে বরণ এবং গত ৫ম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা দায়িত্বভার গ্রহন করেন।

বিদায় ও বরণ  উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিতদেরকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা  প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।