• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

নগরীর মিরাবাজারে বনফুলের শো-রুম উদ্বোধন

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৪
নগরীর মিরাবাজারে বনফুলের শো-রুম উদ্বোধন

একুশে নিউজ ডেস্ক : সিলেট নগরের নাইওরপুল-মিরাবাজার রোডে রূপালী ব্যাংকের বিপরীতে বনফুল শো-রুম নতুন আঙ্গিকে বড় পরিসরে বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টায় উদ্বোধন করা হয়েছে।

উদ্ধোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এএন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এখন আমরা নতুনভাবে নতুন পরিস্থিতি একেবারে আধুনিকভাবে বড় আকারের একটা শোরুম করা হয়েছে। রাস্তার এপাশে করাতে আমরা আশা করি।ক্রেতাদের আর কষ্ট হবে না।আগে রাস্তার উল্টোদিকে ছিল যাতে রাস্তাতে গাড়ি রাখতে ক্রেতাদের অসুবিধা হত।বাম পাশে দেওয়া হয়েছে যাতে ক্রেতারা সহজে দাঁড়াতে পারে । প্রতিষ্ঠানের বয়স প্রায় ৩৫ বছর। এই ৩৫ বছর ধরে তিল তিল করে ঘরে আমাদের চেয়ারম্যান মোহাম্মদ মোতালেব সিআইপি এবং তিনি জাতীয় সংসদের এমপি। তাঁর  প্রচেষ্টায় আজ আমরা এতটুকু বড় অব্দি নিয়ে আসতে পেরেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের সেবা দেওয়া। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের এখানে বাসি খাবার বিক্রি করার কোন নিয়ম নেই। আমাদের শোরুমে কোন প্রকার ভেজাল জিনিস পাওয়া যায় না।কারণ আমরা খেয়াল রাখি এবং ইন্সপেক্টর আছেন তিনিও এটি খেয়াল রাখেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সিলেট মহানগর সহ সভাপতি আসাদ উদ্দিন আসাদ। আরো উপস্থিত ছিলেন জমশেদ উদ্দিন, এম এ হোক, রাজন বড়ুয়া, হাসান আহমেদ,জহিরুল হক রাজু, আলমগীর আহমেদ বনফুল ইন্সপেক্টর,জহিরুল হক রাজু।