• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৪
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল

সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলাসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান।

শুভেচ্ছা বার্তায় বাবুল বলেন,মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদু আজহাকে ঘিরে ঈদ আনন্দে গরিব, দুঃখী, ধনী, দরিদ্র সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আগমন ঘটুক,মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠুক। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হউক।

ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র।

করুনা সিন্ধু চৌধুরী বাবুল আরো বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ঈদের আনন্দ উপভোগ করি। সকলের সুস্বাস্থ্য কামনা সবাইকে জানাই ঈদ মোবারক।