• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইমাম নুরুর রহমান

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৪
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইমাম নুরুর রহমান

Screenshot

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে : দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ও এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার সদস্য ইসলামি চিন্তাবিদ ইমাম মাওলানা নুরুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতরের আগে রয়েছে যেমন এক মাস সিয়াম সাধনার বিধান তেমনি ঈদুল আযহায় রয়েছে কোরবানির বিধান।এ কোরবানি শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সকল প্রকার আত্মত্যাগ স্বীকার করার অর্থই হলো প্রকৃত কোরবানী।এর জন্য প্রয়োজন হযরত ইসমাঈল (আঃ)এর মতো সাহস,ধৈর্য্য এবং ঈমানী দৃঢ়তার।প্রয়োজন হযরত ইব্রাহিম (আঃ) এর মতো সর্বদা মহান মাবুদের নির্দেশ মানার সাহস ও ঈমানী শক্তির।

পাশাপাশি ঈদুল আযহার এই দিন আমরা আমাদের চারপাশের সকলের খোঁজ খবর নেবো এবং অসহায় ও দুস্থদের আশে দাঁড়াবো।ঈদের খুশিকে সবাই সমানভাবে ভাগ করে নেবো।

তিনি আরো বলেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ,সারা বিশ্বে এবং সবার মাঝে গড়ে উঠুক সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।