• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আবুল হোসেন

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৪
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আবুল হোসেন

একুশে নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশে ও বিদেশে থাকা সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মীম টিভি ইউএস’র সিলেট জেলা প্রতিনিধি, সিলেট ফ্রিডম মিডিয়া ক্লাবের কার্যকরি সদস্য, জনপ্রিয় নাট্যকার ও সিলেট জেলা অটো টেম্পু অটো রিকশা চালক শ্রমিক জোট রেজিঃ নং চট্ট ২০৯৭ অন্তর্ভুক্ত হজরত শাহজালাল শাহী দরগা শাখা শাহজালাল মাজার রোড সিলেট এর সাবেক সভাপতি সিলেট জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন। আজ রোববার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আসে ঈদুল আযহা। কুরবানী আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। চার হাজার বছর আগে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর সবচেয়ে প্রিয় একমাত্র ছেলে হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করার উদ্দ্যোগ নেন। তবে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হযরত ইব্রাহীম (আঃ) এর এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতিবছর কুরবানি করে থাকে। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা। পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়,এইটা আমাদের ধর্মীয় কর্তব্য।

‘পবিত্র ঈদুল আযহার দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রণিপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’