• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী মোঃ কামাল

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৪
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী মোঃ কামাল

একুশে নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশে ও বিদেশে থাকা সকল বিনোদন কর্মীসহ সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষ সংগঠক, মানবতার ফেরিওয়ালা ও অভিনয়শিল্পী মোঃ কামাল। আজ রোববার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহার পশু কুরবানীর মধ্যমে নিজেদে পশুত্বকে কুরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা হচ্ছে ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।

মোঃ কামাল বলেন, ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহ্-এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে তিনি সবার প্রতি আহবান জানিয়ে আরো বলেন, মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দুর্যোগ থেকে রক্ষা করেন।

‘পবিত্র ঈদুল আযহার দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রণিপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’