• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের প্রতিনিয়ত উর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ৩ জুলাই

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৪
দ্রব্যমূল্যের প্রতিনিয়ত উর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ৩ জুলাই

একুশে নিউজ ডেস্ক : সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-উল-আযহা পরবর্তী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে ঈদুল আযহা ও বন্যা পরিস্থিতির মধ্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের ঈদুল আযহা বন্যার কারণে সর্বস্তরের মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেনি। সাধারণ মানুষ বন্যার মধ্যে দিশেহারা হয়ে পড়ে। এরমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদের ১৫ দিন পূর্ব থেকে অনাকাঙ্খিতভাবে সবকিছুর মূল্য বাড়তে থাকে। অনেক পন্যের মূল্য ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়লেও প্রয়োজনের তাগিদে ক্রয় করতে হয়। কিন্তু সিন্ডিকেলবাজ, অসাধু ব্যবসায়ী ও কালোবাজারীদের কারণে দ্রব্যমূল্যের প্রতিনিয়ত উর্ধ্বগতি বিরাজমান। উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে আগামী ৩ জুলাই বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘন্টার অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মুহিব, সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মিল্লাত আহমদ।

ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান থেকে আগামী ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সভায় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দ ও শুভাকাংঙ্খিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়।