• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

জামালগঞ্জে “সাচনা যুব ফাউন্ডেশনের” দ্বি-বার্ষিক কমিটি গঠন

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৪
জামালগঞ্জে “সাচনা যুব ফাউন্ডেশনের” দ্বি-বার্ষিক কমিটি গঠন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে তরুণদের উদ্যোগে সমাজ সেবায় অবদান রাখতে সর্বসম্মতিতে একটি অলাভজনক সামাজিক সংগঠন “সাচনা যুব ফাউন্ডেশন” এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আরিফ বাদশাকে সভাপতি ও জুনায়েদ আহমেদকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২৪-২০২৫ সেশনে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা।

রাজু আহমেদকে সহসভাপতি, মোঃ ওয়াহিদ মিয়াকে সহ-সাধারণ সম্পাদক, সাইকুল ইসলাম সোহাগকে সাংগঠনিক সম্পাদক, শিহাব উদ্দিন আকাশকে সহসাংগঠনিক সম্পাদক,জামিরুল ইসলাম পলেনকে অর্থ সম্পাদক,তোফায়েল আহমদকে সহ অর্থ সম্পাদক, শওকত আলীকে দপ্তর সম্পাদক, জাবের আল হাসানকে প্রচার সম্পাদক, সামায়ুন মিয়াকে সহপ্রচার সম্পাদক, মাজহারুল ইসলাম নিলয়কে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শরিফ মিয়াকে ক্রীড়া সম্পাদক, এনামুল হককে সহক্রীড়া সম্পাদক, মোফাজ্জল হোসেনকে শিক্ষা বিষয়ক সম্পাদক, কাকলী আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক, আব্দুল কাইয়ুমকে ধর্ম বিষয়ক সম্পাদক ও সাজ্জাদুল ইসলাম অন্তর, নবী নূর, মোয়াজ্জেম হোসেন, মোজাম্মেল হক (উঃ), জাকির হোসেন, মো. খোকন, মোজাম্মেল হক (দঃ), জুবায়েদ ইসলামকে কার্যনির্বাহী সদস্য করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য , সংগঠনটি ২০১৬ সালে গঠন করার পর থেকে সমাজে অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে কাজ করে যাচ্ছেন।