• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৪
শান্তিগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির মালবাহী ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আব্দুল মজিদ কলেজের পাশের সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু মরিয়ম বেগম (৭)। সে উপজেলার আস্তমা গ্রামের এমদাদুল হকের মেয়ে।

জানা যায়, সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শিশু মরিয়মকে চাপা দেয়। এতে তার দেহ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাথে সাথে ট্রাকটি খাদে পড়ে যায়। পরে পুলিশ এসে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। শিশু মরিয়মের পরিবার আব্দুল মজিদ কলেজের পাশেই বসবাস করে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, শিশুকে চাপা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।