![](https://ekusheynet.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
একুশে নিউজ ডেস্ক : ইমপোর্ট ডার্মা কসমেট্রিক্স (আই.ডি. সি) ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’র ২০২৪-২০২৬ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হলেন সৈয়দ রাহেল আহমদ ও সাধারণ সম্পাদক হারুনূর রসিদ হারুন। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ সভাপতি মো.রাকিব হাসান, সহ সাধারণ সম্পাদক মো.সবুজ রানা, সাংগঠনিক সম্পাদক তপন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক রাফি আহমদ, কোষাধ্যক্ষ হাসানুল করিম শাহিন, সহ কোষাধ্যক্ষ তানিম আহমদ, দপ্তর সম্পাদক শাকিল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাব্বির শেখ, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম।
![](https://ekusheynet.com/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-02-at-7.36.37-PM.jpeg)
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মনাফ, শেখ কাইয়ুম আলী, কামরুজ্জামান পি কে, আমিরুল ইসলাম, হাসিবুল ইসলাম, মিন্টু মিয়া, আরিফ গাজী, শশাংক শেখর হালদার, রাতুল তালুকদার, শহিদুল ইসলাম, রিপন কুমার বিশ্বাস, মো.সজিব,আলমগীর, আব্দুর রাজ্জাক, মো.জুয়েল, দীপ লাল, হাছান মাসুদ, দ্বিজেন্দ্র দেব প্রমুখ।