• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামালগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ভাটিবৃন্ত ফাউন্ডেশন

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৪
জামালগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ভাটিবৃন্ত ফাউন্ডেশন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে বন্যার্তদের মাঝে জরুীর ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ভাটিবৃন্ত ফাউন্ডেশন।
শনিবার সকালে উপজেলার নয়াহালট দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার হলরুমে বন্যা কবলিত প্রায় ৬০ টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ফাউন্ডেশনের উপদেষ্টা আঃ রব তালুকদার, মো. জহিরুল ইসলাম তালুকদার, মো. ওয়ালী উল্লাহ সরকার ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন তালুকদার।
এসময় ফাউন্ডেশনের সহ-সভাপতি রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি মো. ফয়জুল হক, মো. সামছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ বাচ্চু, সদস্য মনসুর, ইহাব, সাবিত, হাঃ শরীফ আবু আলা, আবুল কাশেম, সেলিম প্রমুখ।