• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারে উত্তর ইউপি’র ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৪
জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারে উত্তর ইউপি’র ত্রাণ বিতরণ

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার উত্তর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় চাল বিতরণ করেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া। আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব প্রদীপ কুমার রায়, ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন, কামাল হোসেন, কবির হোসেন।
জানযায়, সম্প্রতি বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন কর্তৃক জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ৪ টন জিআরের চাল মুসলিমপুর, হোসেনপুর, ইনছানপুর, ঝুনুপুর, উত্তর লক্ষীপুর, কামিনীপুর, ভুঁইয়ার হাটি, কালিপুর,শরিফপুর, আলীপুর, উত্তর কামলাবাজ, গুলেহাটি, লম্বাবাঁক ও কালিবাড়ি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় চারশত পরিবারের ঘরে ঘরে চাল পৌঁছে দেয়া হয়।