নিজস্ব প্রতিবেদক : কালীবাড়ি বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে রিফাত ও রাজু নিহতের খবর পাওয়া যায়। সরজমিনে গিয়ে জানা যায় বাজার কমিটির সভাপতি প্রার্থী নাঈম আহমদ ও সবুজ মিয়ার মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে এই সংঘর্ষ হয়। নাঈম আহমদ জানান বিকেল পাঁচ ঘটিকার দিকে ভোট গননা শুরু হয় এবং আমার প্রতিদন্ধী প্রার্থী সবুজ মিয়া বুঝতে পারে সে নির্বাচনে ফেল করবে। তাই পূর্ব থেকে শচীন দাসের মনোহারী দোকানে রক্ষিত অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় এতে রিফাত ও রাজু মারাত্মক রক্ষাক্ত জখম হয়। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সহযোগিতায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নীরিক্ষা করে দুইজন কেই মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আমি বাদি হয়ে সবুজ মিয়া, শচীন দাস,সুমন দাস,জুবায়ের আহমদ, এমরান হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছি। আমি হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন পূর্ব শত্রুতার জের ধরে শচীন দাসকে আসামি করা হয়েছে এই ঘটনার সাথে তার কোন রকম সম্পৃকতথা নাই। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন নাঈম ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302