স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক লেখা ও জনগণকে উস্কে দেওয়ার জন্য বিভ্রান্তি মূলক লেখা ফেইসবুকে ছড়িয়ে দেয়ার কারণে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে ফেইসবুক আইডি নং-https://www.facebook.com/fokrul.islam.52493499 বাদীর সনাক্তমতে সম্ভাব্য আসামীঃ গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ নগর, ঢাকা দক্ষিণের মোহাম্মদ মক্তদির আলীর ছেলে মোহাম্মদ ফখরুল ইসলাম (৩২),কে আসামি করে সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে (সিআর মামলা নং১০৯/২৪ইং) দায়ের করেন। সোমবার (৮ জুলাই) সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো আবুল কাশেম মামলাটি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাহেল সিরাজ তার মামলায় উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর উপর বিভিন্ন মিথ্যা মামলা খুন, গুম সহ নানা ধরনের অরাজকতা, এমন কি আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর তান্ডবে মা-বোন হাট বাজারে চলাফেরা করতে পারতেছি না। প্রতিনিয়ত ধর্ষণ ছিনতায় চাঁদাবাজি খুন, গুম এদেশে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। তাছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। এই সরকারের বিরুদ্ধে পৃথিবীর যে প্রান্ত থেকে কথা বললে তার বিরুদ্ধে দেওয়া হয় মিথ্যা মামলা, এমনকি তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অবৈধ আওয়ামীলীগ শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো" স্ট্যাটাসটি বিগত ০৬/০৭/২০১৪ইং তারিখ ০৩.১৭ ঘটিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আই.ডি হতে প্রকাশ করা হয় । যাহা পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয় । রাহেল সিরাজ বিগত ০৬/০৭/২০২৪ইং তারিখে নিজ বাসায় বসে মোবাইল ফোনের ফেইসবুকে দেখেন। এই রকম স্ট্যাটাসের কারণে দেশে অপ্রীতিকার ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । তার আই.ডি ও স্ট্যাটাস দেখে বুঝা যাচ্ছে যে, সে সিলেট অঞ্চলের বাসিন্দা হবে। সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস প্রদান করে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে । বাদী তার ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর দ্বারা বিশ্বস্থসুত্রে জানতে পারেন যে প্রচারকৃত ফেইসবুক আই.ডি ব্যবহারকারী মোহাম্মদ ফখরুল ইসলাম (৩২), পিতা- মোহাম্মদ মক্তদির আলী, সাং-দক্ষিণ নগর, ডাকঘর-ঢাকাদক্ষিণ, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট প্রাথমিক ভাবে নিশ্চিত হন এবং মামলা দাখিল করেন।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী দীপঙ্কর নাথ জানান, রাহেল সিরাজ বাদী হয়ে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা দাখিল করেন। বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য ও শুনানী শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সি.আই.ডি, সিলেট বরাবরে প্রেরণ করেছেন। এছাড়া আসামীকে সনাক্ত ও তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302