• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ড. এনামুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
ড. এনামুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

একুশে নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডক্টর এনামুল হক চৌধুরীর মমতাময়ী মায়ের সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডক্টর এনামুল হক চৌধুরীর মা একজন মহিষী নারী, পরোপকারী ও পরহেজগার ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন মমতাময়ী মাকে হারালাম। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।