• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে ব্র্যাক-এর উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ এর ইউনিয়ন কর্মশালায় প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায় ও জামালগঞ্জ উত্তর ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া ।
কর্মশালায় নিরাপদ অভিবাসন বিষয়ক আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সুনামগঞ্জ এমআরএসসি সাইকোসোশ্যাল কাউন্সেল শাওন রায়, এতে ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে উপস্থিতিদের অবগত করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সংবাদকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রবাসী কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন,লাঞ্ছনা, প্রতারণার বিষয়টি উল্লেখ করা হয়। এক্ষেত্রে শ্রম অভিবাসীদের সঠিক ভিসা, সঠিক মাধ্যম, কাজের ধরণ, যাচাই করে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে উদ্বুদ্ধ করা হয়।
ইউরোপীয়ান ইউনিয়ন ও ব্র্যাকের অর্থায়ন এবং অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।