• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের বহরগ্রামে এলডিপি নেতার বসতঘরে হামলা: আহত ১

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৪
গোলাপগঞ্জের বহরগ্রামে এলডিপি নেতার বসতঘরে হামলা: আহত ১

হামলায় ভাংচুরকৃত আসবাবপত্র

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রামে এলডিপি নেতা মোঃ হাছান আহমদের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা মোঃ হাছান আহমদের পিতা মোঃ মফুর আলীকে মারধর করে ও তাদের বসতঘরের ভিতর হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে। ২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগের একদল লোক এলডিপি নেতা মোঃ হাছান আহমদকে খোঁজতে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। সন্ত্রাসী হামালায় আহত মোঃ মফুর আলী স্থানীয় বহরগ্রামের জসিম আলীর পুত্র।

জানা যায়, স্থানীয় এলডিপি নেতা মোঃ হাছান আহমেদর সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। রাজনৈতিক বিরোধের জের ধরে আওয়ামী লীগের লোকদের হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে এলডিপি নেতা মোঃ হাছান আহমদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। সম্প্রতি দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলনে মোঃ হাছান আহমদ ইন্ধন দিচ্ছেন বলে আওয়ামী লীগের লোকজনের অভিযোগ। এই অভিযোগের জেরধরে ঘটনার দিন ২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে খোঁজতে স্থানীয় আওয়ামী লীগের ৭/৮ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে যায়। তারা এলডিপি নেতা মোঃ হাছান আহমদের সন্ধান করে। তারা জোরপূর্বক বসতঘরে ঢুকে তল্লাশী চালায়। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার পিতা মোঃ মফুর আলীকে মারধর করে সন্ত্রাসীরা। তারা লাঠি, লোহার রড, হকিস্টিক দিয়ে ঘরের ভিতর হামলা চালিয়ে মূলব্যান আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশী লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দেয়, এলডিপি নেতা মোঃ হাছান আহমদকে যেদিন যেখানে পাবে, সেখানেই তাকে খুন করবে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর প্রতিবেশী লোকজন এসে আহত মোঃ মফুর আলীকে উদ্ধার করেন। এই ঘটনায় এলডিপি নেতা মোঃ হাছান আহমদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় চরম আতংকের মধ্যে রয়েছেন।