একুশে নিউজ ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্য, শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ এবং শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালিয়ে দমনের চেষ্টা করার কারণেই দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দুইশোর অধিক ছাত্র-নাগরিকের প্রাণহানি হয়েছে। সাংবাদিক সহ নারীদের উপর প্রকাশ্যে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। এর দায়ভার সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীর পার এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী পালনের অংশ হিসেবে সিলেট জমিয়তের বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ন্যায়সংগত আন্দোলন জনগণের সাংবিধানিক অধিকার। ন্যায্য অধিকার আদায়ের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। কোটা আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থীদের আটকের নিন্দা জানাচ্ছি। আটক করে রিমান্ডের নামে এসব শিক্ষার্থীদের অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। সরকারের বোঝা উচিৎ, গ্রেপ্তার নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যায় না।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংহতি সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা জমিয়ত উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, দক্ষিণের সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন বানীগ্রামী, সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, উত্তরের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা উত্তর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি জামাল উদ্দিন, মহানগর জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী, জেলা দক্ষিনের প্রশিক্ষন সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, জেলা উত্তরের কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর চৌধুরী, সিলেট মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণ জেলার ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, যুব জমিয়ত নেতা মাওলানা নোমান সিদ্দিক, উত্তর জেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা এমাদ উদ্দিন ছালিম, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302