• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে অতর্কিত হামলায় এক ব্যক্তি নিহত

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
ফেঞ্চুগঞ্জে অতর্কিত হামলায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের অতর্কিত হামলায় মোঃ মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। গত ০৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ মিজানুর রহমান ফেঞ্চুগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের মোঃ মঈন উদ্দিনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে আব্দুল আজিজের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা আব্দুল আজিজকে খুঁজতে থাকে, তাকে না পেয়ে তার বড় ভাই মোঃ মিজানুর রহমানকে অন্যায়ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মোঃ মিজানুর রহমান তাদের দেশীয় অস্ত্রসস্ত্রের হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোঃ মিজানুর রহমানের বাবা মোঃ মঈন উদ্দিন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে আব্দুল আজিজ ছাত্রলীগের রাজনীতি করার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার ছেলে মোঃ মিজানুর রহমানকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করিতেছেন।

ঘটনার বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে চাইলে একাধিকবার ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।