নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহপরান থানাধীন মেজরটিলা বাজারে সংখ্যালগু সম্প্রদায়ের ভূসিমালের দোকান লুটপাট ও ভাংচুরের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় গত ৫ আগস্ট টিলাগড় পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জামায়াত ইসলামী এবং তার সহযোগি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ব্যপক সংঘর্ষ হয় এতে ইসলামী ছাত্র শিবিরের নেতা সালমান আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে উভয় পক্ষের অনেক লোক গুরুতর আহত হয়। এই ঘটনার রেস ধরেই জামায়াত ইসলামের নেতা নিহত সালমান আহমদের চাচা কুতুব আলী তার কর্মী সমর্থক নিয়ে প্রথমে টিলাগড় পয়েন্টে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে মেজরটিলা পয়েন্টে এসে অপন কুমার দেব এবং তার ভাই অনিক কুমার দেব কে তাদের দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে যে তরা আওয়ামীলীগের সমর্থক এই কথা বলেই তাদের উপর হামলা চালায়, প্রান রক্ষার্তে তারা কোনভাবে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের দোকান ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
এই বিষয়ে মেজর টিলার একজন ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক জানান যে, দীর্ঘদিন থেকে তাদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কুতুব আলীর সাথে বিরোধ চলে আসছে। টিলাগড়ের ঘটনায় আমাদের মেজরটিলা বাজারে এসে হামলা করার কথা নয়। পূর্ব শত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান যে নগদ টাকা সহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302