• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রলীগ নেতা মো: আজিজুর রহমানের বিরদ্ধে হত্যার হুমকি

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
সিলেটে ছাত্রলীগ নেতা মো: আজিজুর রহমানের বিরদ্ধে হত্যার হুমকি

ছাত্রলীগ নেতা মো: আজিজুর রহমান

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমানের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ মধ্যরাতে ছাত্রলীগ নেতা মো: আজিজুর রহমানের সিলেট সদর উপজেলা কসকালিকা এঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মো: আজিজুর রহমানের বাড়িতে হত্যার হুমকি দেন তারা। এসময় বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে ছাত্রলীগ নেতা মো: আজিজুর রহমানের খুঁজে তার বাড়িতে যায়। তারা তাকে বাড়িতে না পেয়ে তাকে হত্যার হুমকি দেয়। শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার প্রতিহিংসার জেরে এই হুমকি হয়। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে মো: আজিজুর রহমানকে খুঁজিতে থাকে। তারা তাকে প্রাণে মেরে ফেলবে বলে বাড়ি থেকে চলে যায়।

এ বিষয়ে মো: আজিজুর রহমানের মা জোছনা বেগমের যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে আমার ছেলেকে খুঁজাখুঁজি করে। তখন তারা তাকে না পেয়ে হত্যার হুমকি দেয়। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তারা হত্যার জন্য আসছে। তারা আমার ছেলেকে যেখানে পাবে হত্যা করবে বলে হুমকি দেয় তখন আমি প্রতিবাদ করলে তারা আমাকে নানাভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এবিষয়ে জালালাদ থানার অফিসার ইনচার্জের সাথে একাধিকবার ফোন দিলে তাকে পাওয়া যায়নি।