সোহেল মাহমুদ, হোমনা, কুমিল্লা: হোমনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাত্তার মিয়ার বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী। এসময় ছাত্তার মিয়াকে বাড়িতে না পেয়ে তার বসতঘরে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। গতকাল ৫ আগস্ট সোমবার রাত ১০টার দিকে স্থানীয় জয়পুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আওয়ামী লীগ নেতা ছাত্তার মিয়া স্থানীয় জয়পুর গ্রামের ওহেদ আলীর পুত্র।
জানা যায়, গতকাল ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় কুমিল্লার হোমনায়ও বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা লাগামহীন বেপরোয়া হয়ে উঠেছেন। তারা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সগংঠনের নেতাকর্মীদের যেখানে পাচ্ছেন সেখানেই গণধুলাই দিচ্ছেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছেন। প্রাণ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। এই অবস্থায় ৫ আগস্ট সোমবার রাত ১০টায় স্থানীয় হোমনা বিএনপি নেতা হাবিব সরওয়ার এবং ইঞ্জিনিয়ার এমএ মতিন খাঁ’র নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মীর একটি দল হোমনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাত্তার মিয়ার জয়পুর গ্রামের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের সাথে দা, লোহাররড, লাঠি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা বাড়িতে গিযে ছাত্তার মিয়াকে সন্ধান করে না পেয়ে তার বসতঘরে এলোপাতাড়ি ভাংচুর চালায়। এসময় প্রাণের ভয়ে তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হামলাকারীরা ছাত্তার মিয়ার ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের ভিতর থাকা জিনিসপত্রসহ ঘরটির অধিকাংশই পুড়ে যায়। পরে হামলাকারীরা প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, আওয়ামী লীগ নেতা ছাত্তার মিয়াকে যেখানে পাবে সেখানেই খুন করবে।
হামলাকারীরা চলে যাওয়ার পর প্রতিবেশী লোকজন এসে ফায়ার সার্ভিস খবর দিলেও নিরাপত্তার ভয়ে তারা আসেনি। পরে প্রতিবেশী লোকজন অনেকক্ষণ চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বসতঘরটির অধিকাংশই পুড়ে গেছে। দেশের এই অরাজক বিশৃঙ্খল পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতা ছাত্তার মিয়া ও তার পরিবারের সদস্যরা ভয়ে চরম আতংকের মধ্যে রয়েছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302