• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে কুবেরাইল গ্রামে মৌলবাদীদের আক্রমণে এক মুসলিম পরিবারের বসতঘরে আগুন ও ভাংচুর

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪
বালাগঞ্জে কুবেরাইল গ্রামে মৌলবাদীদের আক্রমণে এক মুসলিম পরিবারের বসতঘরে আগুন ও ভাংচুর

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটর বালাগঞ্জ উপজেলার কুবেরাইল গ্রামে এক মুসলিম পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। ঘটনাটি গত ৬ আগস্ট (মঙ্গলবার) ওই গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে স্থানীয় মৌলবাদী গোষ্ঠীরা এ হামলা চালিয়েছে।

খবর নিয়ে জানা যায়, আব্দুস সাত্তার এর ছেলে রুহুল আমিন একই গ্রামের টিটু দাশের মেয়ে পিনাকী রানী দাশকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেন। একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে হিন্দু সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করার ফলে স্থানীয় মৌলবাদীরা ক্ষেপে উঠেছে। এরই সূত্রপাতে ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং এই সুযোগেই মৌলবাদীরা তার বাড়িতেই হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলবাদীরা রুহুল আমিনের খুঁজে তাদের বাড়িতে আসে এবং তাকে না পেয়ে বাড়িঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা তার পিতাকেও শারীরিকভাবে নির্যাতন করে। মৌলবাদীরা হুমকি দিয়ে যায়, রুহুল আমিনকে ভবিষ্যতে এই এলাকায় ঢুকতে দেয়া হবে না এবং তাকে খুঁজে পেলে প্রাণে মেরে ফেলবে। ভবিষ্যতে অত্র এলাকায় অন্য কোন মুসলিম সম্প্রদায়ের ছেলে যেন এরকম সাহস করিতে না পারে বলে তারা এই হামলা চালিয়েছে। বর্তমানে রুহুল আমিনের পরিবার মৌলবাদীদের ভয়ে অন্যত্র বসবাস করিতেছেন।