• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চারখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
চারখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা সুহাদ আহমদ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। গত ৮ আগষ্ট ২০২৪ তারিখ রাতে চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর নেতৃত্বে ৭-৮ কর্মী একসঙ্গে হামলা ও ভাংচুর করে। এসময় হামলায় সুহাদ আহমদ চৌধুরীর ঘরবাড়ির জিনিসপত্র ভাংচুর এবং সুহাদ আহমদ চৌধুরী ও তার পিতা খালেদ উদ্দীন চৌধুরী উপর হামলা করে তারা। এতে সুহাদ আহমদ চৌধুরী ও তার পিতা খালেদ উদ্দীন চৌধুরী গুরুতর আহত হন। হামলাকারীরা সুহাদ আহমদ চৌধুরী ও তার পিতাকে আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে এই রাতেই প্রতিবেশীরা সুহাদ আহমদ চৌধুরী ও তার পিতাকে গাড়িযোগে সিলেট এম. জি. ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সুহাদ আহমদ চৌধুরীর গ্রামের প্রতিবেশীরা জানান, সুহাদ আহমদ চৌধুরী ও চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর সাথে দীর্ঘ দিনের রাজনৈতিক ও জমি সক্রান্ত মতবিরোধ রয়েছে। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এই হামলা ও ভাংচুর করা হয়।

এ ঘটনার বিষয়ে সুহাদ আহমদ চৌধুরীর ছোট ভাই তাহমিদ আহমেদ চৌধুরী বলেন, বিএনপির ক্যাডারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আমার বড় ভাই স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে এ হামলা ও ভাংচুর করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুহাদ আহমদ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।