• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতাকর্মীর-বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
ছাত্রদল নেতাকর্মীর-বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে জড়িত ছাত্রদল নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর করেছে আওয়ামী,যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা। হামলাকারীরা নেতাকর্মীর বাড়িতে দফায় দফায় হামলা ও ভাংচুর করে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর অনুমানিক বেলা ১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর, লামা গঙ্গাপুর ও নুরপুর মানিক কোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ০৯ আগস্ট আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা ১২/১৫ টি মোটরসাইকেলে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রফির রাজনপুরের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। উপজেলা ছাত্রদল নেতা সালমান আহমদের মানিকোনার বাড়িতেও হামলা চালানো হয়, এরপর লামা গঙ্গাপুরের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মৌছুফ’র বাড়িতে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহহাজান আল মারুফের নুরপুরস্থ বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। বাড়ির মহিলা ও শিশুরা আতঙ্কে আর্তচিৎকার করে বাড়ি ছেড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। হামলাকারীরা তখন ছাত্রদল নেতাদের খোঁজে গিয়ে, তাদের না পেয়ে হামলা ও ভাঙচুর করে এবং বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবেশিরা ঘটনার প্রতিবাদ করলেও ছাত্রলীগ সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এলাকার লোকজন জানান, হামলার ঘটনার পর থেকে আমরা এখনো আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। কখন কোন সময় ফের আক্রমনের ‘শিকার হতে হয়, সেই ভয়ে থাকি। বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় বর্তমানে আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছি।