নিজস্ব প্রতিনিধি: বিগত ০৫/০৮/২০২৪ইং তারিখ প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর হইতে সন্ত্রাসী জঙ্গীবাদ জামায়েত শিবিরের হিংসাত্বক মূলক কর্মকান্ড সারা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটিতেছে। সরজমিন পরিদর্শন করে দেখা যায় যে, বাংলাদেশের প্রত্যেকটি এলাকার ন্যায় ০৮/০৮/২০২৪ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় ছাত্রলীগ নেতা মোঃ ছাদিকুর রহমানের বাড়ীতে দেশীয় অস্ত্রের তান্ডব ও লুটপাটের ঘটনা ঘটে।
জামায়েত নেতা ফয়ছল আহমদ, বিএনপি সাধারন সম্পাদক জুয়েল আহমদ সহ ২০-২৫ জন বহিরাগতের নেতৃত্বে বাড়ীর গেইট, দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। রামদা, কিরিচ, কাতান সাবল লাঠি সোটা ও ককটেল বিস্ফোরন করে ঘরে ঢুকে আতংক সৃষ্টি করে। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা আলমীরা ভেঙ্গে তাহার মায়ের ও ভাবির ব্যবহৃত ১৩ ভরি স্বর্ণ এবং নগদ ২ লক্ষ টাকা সহ প্রায় ২৫-৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। তাহারা তাহার মা ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলে যায় যে, তোমার ছেলে ছাদিকুর রহমান দেশে আসিলে তাহাকে প্রাণে হত্যা করিব, উক্ত বিষয়ে যদি কোন প্রকার মামলা মোকদ্দমা কর তাহলে তোমাদের সকলের প্রাণ নাশ সহ আরো অনেক ক্ষতি করব।ঘটনার পর এলাকাবাসী উপস্থিত হইলে জামায়েত ও বিএনপি সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমতাবস্থায় ছাদিকুর রহমানের মা ওসমানী নগর থানায় গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মামলা না নিয়ে তাদেরকে নানা ভাবে হয়রানী করে এবং কোন প্রকার মামলা মোকদ্দমা নেয় নাই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302