বিয়ানীবাজার প্রতিনিধি : পারিবারিক কলহের জেরধরে যুক্তরাজ্যে স্বামীর সাথে থাকা মেয়ে তাসমিন জহুরা কয়েকদিন থেকে নিখোঁজ রয়েছে। এই অবস্থায় দেশে থাকা পিতা সিলেটের মেজরটিলা মোহাম্মদপুর এলাকার জোবাইর আহমদ মেয়ের সন্ধান পেতে ১০ আগস্ট শনিবার রাত ৮টার দিকে মেয়ের শশুরবাড়ি বিয়ানীবাজার উপজেলার পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামে আসেন ৫/৬ জন সহযোগী নিয়ে। বেয়াই মোঃ ফয়জুল ইসলামের কাছে মেয়ের সন্ধান জানতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে হামলা চালান জোবায়ের আহমদ। মেয়ের শশুর, শাশুড়ি ও ভাসুরকে মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যান তারা। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের মোঃ ফয়জুল হকের পুত্র তালিব হকের সাথে ২০২২ সালের অক্টোবর মাসে বিবাহ হয় সিলেট শহরতলীর মেজরটিলা মোহাম্মদপুর এলাকার জোবাইর আহমদের মেয়ে তাসমিন জহুরার। বিয়ের পর স্ত্রীকে নিয়ে তালিব হক যুক্তরাজ্যে চলে যান। যুক্তরাজ্যে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। উভয়ের মধ্যে বনিবনা না হওয়া ও বিরুধের বিষয়টি জানাজানি হয় দেশে থাকা উভয় পরিবারে। এনিয়ে উভয় পরিবারের মধ্যেও মনোমালিন্য দেখা দেয়। গত ফেব্রয়ারি মাসে তাসনিম জহুরার পিতার বাড়িতে উভয় পরিবারের মধ্যে অনুষ্ঠিত সালিশ বৈঠক দু’পক্ষে সংঘর্ষ ও পরে মামলার ঘটনাও ঘটে। কিন্তু তাদের বিষয়টির কোন সুরাহা হয়নি। সম্প্রতি কয়েকদিন থেকে তাসনিম জহুরা যুক্তরাজ্যে নিখোঁজ হয়ে পড়েছে। তার স্বামীর বাসা ও আত্মীয় স্বজনদের বাসায়ও তাকে পাওয়া যাচ্ছে না। মেয়ের সন্ধান পেতে ঘটনার দিন ১০ আগস্ট শনিবার রাত ৮টার দিকে ৫/৬জন সহযোগী নিয়ে মেয়ের শশুরবাড়ি বিয়নীবাজারে আসেন জোবায়ের আহমদ। মোঃ ফয়জুর হকের কাছে তার মেয়ের সন্ধান জানতে চান। কিন্তু তারাও পুত্রবধুর কোন সন্ধান জানেন না বলে জানান। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় উত্তেজিত হয়ে জোবায়ের আহমদ সহযোগীদের নিয়ে হামলা চালান মোঃ ফয়জুল ইসলামের উপর। তাকে বেদড়ক মারধর করেন। বাধা দিতে আসলে মোঃ ফজুলামের ইসলামের স্ত্রী ও বাড়িতে থাকা বড় পুত্র তায়েফ আহমদকেও মারধর করেন তারা। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর করে সাথে থাকা গাড়ি নিয়ে পালিয়ে যান জোবায়ের আহমদ গং। পুত্রের শশুরবাড়ির লোকজন বাড়িতে এসে হামলা ও ভাংচুর করার ঘটনায় স্থানীয় ঘুঙ্গাদিয়া এলাকায় ব্যাপক চাঞ্চলেরও সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হামলার শিকার মোঃ ফয়জুল ইসলাম বলেন, তাদের মেয়ের চারিত্রিক সমস্যা আছে, তাই সে আমার ছেলের সাথে থাকতে চায় না, আমার ছেলেও আর তাকে নিয়ে সংসার করতে রাজি নয়। এই অবস্থায় সে নিজে থেকে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে। আমরা তার কোন সন্ধান জানি না, যুক্তরাজ্যে থাকা আমার ছেলেও তার কোন সন্ধান জানে না। অথচ জোবায়ের আহমদ সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে এসে আমাদের উপর হামলা করে আসবাবপত্র ভাংচুর করে গেছে। এই ঘটনায় আমি ও আমার পরিবারের লোকজনের নিরাপত্তা, এমনকি যুক্তরাজ্যে থাকা আমার পুত্রের নিরাপত্তা হীনতা নিয়েও আমরা উদ্বিগ্ন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302