• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা যুবদল নেতা জামাল আহমদ বহিষ্কার

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪
সিলেট জেলা যুবদল নেতা জামাল আহমদ বহিষ্কার

একুশে নিউজ ডেস্ক : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদল নেতা জামাল আহমদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৭ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারন সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত এ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সুত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা জামাল আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যাতে ভবিষ্যতে সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস না পায়। বহিষ্কৃতদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।