• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় সংখ্যালগুদের যায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলার অন্তর্গত দক্ষিণ ভাগ গ্রামের সংখ্যালগু সম্প্রদায়ের যায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে শৈলেন দাশ নিহতের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় বিগত ১৩/০৮/২০২৪ ইং তারিখে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে হাজী মাতাব মিয়া তার দলবল নিয়ে সুখময় দাশ ও শৈলেন দাশের বাড়ির পাশে তাদের যায়গাটিতে একটি সাইনবোর্ড লাগান যাতে লিখা ক্রয় সূত্রে মালিক হাজী মাতাব মিয়া। এই সাইনবোর্ড লাগানোর সংবাদ পেয়ে শৈলেন দাশ তাদেরকে বাধা প্রদান করলে হাজী মাতাব মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে শৈলেন দাশের মাথায় আঘাত করেন এবং তার সাথে থাকা লোকজন এলোপাতাড়ি আঘাত করতে থাকে। শৈলেন দাশের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং আহত অবস্থায় তাকে কুলউড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন। চিকিৎসাধীন অবস্থায় ১৫/০৮/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে শৈলেন দাশ মারা যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে দীর্ঘ দিন থেকেই এই পরিবারের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন হাজী মাতাব মিয়া।