• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে বিএনপি ও ইসলামী দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪
জামালগঞ্জে বিএনপি ও ইসলামী দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

জামালগঞ্জ প্রতিনিধি:
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল সকাল ১১ টায় উপজেলা বিএনপির একাংশ তেলিয়াপাড়া পয়েন্ট থেকে মিছিল বের করে জামালগঞ্জ ফেরিঘাটে সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মোহন, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, এমদাদুল হক হিরণ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান ও ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা শামসুল হক মিয়া, সংগ্রাম মিয়া, যুবনেতা মাসুম মিয়া, কামাল মিয়া, ডাঃ আবুল কাশেম, ফারুক মিয়া, শাহ আলম, মকবুল হোসেন, এরশাদ মিয়া, বাবুল মিয়া, লালন মিয়া, মানিক মিয়া, মাসুক মিয়া প্রমূখ।
এদিকে দুপুর ১২ টায়  উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের ক্ষুব্ধ অংশের  নেতা কর্মীরা তেলিয়াপাড়া পয়েন্ট থেকে মিছিল বের করে জামালগঞ্জ ফেরিঘাট হয়ে ইকবাল মার্কেটের সামনে শেষ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আফিন্দী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, বিএনপি নেতা এমদাদ আফিন্দী, সাচনাবাজার ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মনজুরুল হক আফিন্দী, ফেনারবাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকালাইন দীপক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান আল শুভ ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ আফিন্দী প্রমূখ। 
অপরদিকে দুপুর ২ টায় জামালগঞ্জ ফেরিঘাট থেকে উপজেলা বিএনপির আরেকাংশ মিছিল বের করে তেলিয়া পয়েন্টে শেষ হয় । মিছিল শেষে  ইকবাল মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাজাহান, সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, দপ্তর সম্পাদক সামছুজ্জামান ধন মিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক  মিয়া, যুগ্ম আহবায়ক এমরান হোসেন রুবেল ও জেলা ছাত্রদলের সদস্য আহমেদ জাকি প্রমূখ। 
এছাড়াও আছর নামাজের পর উপজেলার সমমনা ইসলামি দলগুলো সম্মিলিত ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা লুতফুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবর,  সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ কাজী, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান আলাল প্রমূখ।