একুশে নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তাহের মো. তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সোবহানীঘাটস্থ সোসাইটির কার্যালয়ে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে যেসব পুলিশ সদস্য সাংবাদিক আবু তাহের মো. তুরাবের বুকে গুলি চালিয়েছেন দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে হবে। কোটা আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে তারা আহবান জানান।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মোক্তাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ এমরানের সঞ্চালনায় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোসাইটির সিনিয়র সভাপতি সাংবাদিক সুনির্মল সেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ। আরো ছিলেন, জাকারিয়া তালুকদার ও শাহীন আলম প্রমুখ।
সাংবাদিক এটিএম তুরাবসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মো. মহিবুর রহমান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302