• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার কমিটি গঠন

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার কমিটি গঠন

একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার শূরা বৈঠক শুক্রবার (১৬ আগষ্ট) বিকাল ৩টায় আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি আলহাজ্ব রুহুল আমীন মোল্লা এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মাদ আল আমিন হামযার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা মুফতি সাঈদ আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সেক্রেটারি জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, সহ-দফতর সম্পাদক ওলিউর রহমান সাদিক সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি আলহাজ্ব রুহুল আমীন মোল্লা, সহ-সভাপতি আরিফুল ইসলাম, নুর হাদি রিপন, সেক্রেটারী মুহাম্মাদ আল আমীন হামযা, সাংগঠনিক সম্পাদক এম শাহিদুল ইসলাম।