নিজস্ব প্রতিবেদক : বখাই গুপ্ত হত্যা মামলার প্রধান আসামী শ্যামাপদ গুপ্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, গোপন সংবাদের ভিক্তিতে তাহিরপুর উপজেলার সায়েদাবাদ নালিকাটা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শ্যামাপদ গুপ্ত কে তাহিরপুর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হই । এজাহার নামীয় ৩ নং আসামি লাভলী রানী গুপ্ত ও ৪ নং আসামি শমীষ্টা গুপ্ত কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। থানা হাজতে গ্রেফতারকৃত তিনজন আসামিকে আলাদা আলদা কক্ষে ব্যপক জিজ্ঞাসা বাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে এবং এজাহার নামীয় অন্য তিন আসামির সম্পৃকতার কথা স্বীকার করে। পলাতক আসামিদের খুব শীগ্রই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে বিগত ১৭/০৮/২০২৪ ইং তারিখে শ্যামাপদ গুপ্তের বাড়িতে শালিসি বৈঠকে সংঘর্ষে বখাই গুপ্ত নিহত হন এবং কামরুল ইসলাম বাদি হয়ে ছয় জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302