• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: আটক ১

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪

স্টাফ রিপোর্টার: বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ও ফেইসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্য, অশালিন কথা-বার্তা লেখালেখি ও বিভিন্ন সময় অর্থ সহায়তা করে সরকারবিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভ্রান্তি, অস্থিরতার অভিযোগে অজ্ঞাতনামা আসামী ও বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামুন মিয়া এস আই বাদি হয়ে কতোয়ালী জি, আর মামলা নং-১৬২/২৪, দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন মইনুল ইসলাম (গ্রেফতারকৃত), রেজাউল আহমদ, ফাহিম ফয়সল, নাজিম উদ্দিন, মমসাদ মিয়াসহ আরো অজ্ঞাতনামা অনেক আসামী।

সোমবার বিকাল অনুমান ৩ ঘটিকা ও এর পূর্ববর্তী ও পরবর্তী কোন এক সময় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক পেইজে ও ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় এবং ২ থেকে ৫নং আসামী সামাজিক যোগাযোগ ফেইসবুক পেইজের মাধ্যমে বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যসহ অশালিন কথা-বার্তা লেখালেখি করেন এবং বিভিন্ন সময় অর্থ সহায়তা করে অন্তবর্তীকালীন সরকার বিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিশৃঙ্খলা, বিভ্রান্তির অস্থিরতা করে আসছেন। আসামীরা ওই সব কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালিন লেখালেখির মাধ্যমে গুজব সৃষ্টি করছেন। তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অশালিন লিখনীর ফলে সিলেট শহরে বড় ধরণের দাঙ্গা হাঙ্গামাসহ অপ্রীতিক ঘটনা সৃষ্টির আশংঙ্কা করায় কোতোয়ালী থানার এস, আই, মামুন মিয়া বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞতনামা ও বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা নং-২৭/২৪, ধারা ২১/২৫ (১)(খ)/ ৩১/৩৫ দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন-আতিকুল ইসলামের ছেলে মইনুল ইসলাম, আব্দুল করিমের ছেলে রেজাউল আহমদ, আহছান উদ্দিনের ছেলে ফাহিম ফয়সল, মনির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, আব্দুর রহিমের ছেলে মমসাদ মিয়াসহ অজ্ঞাতনামা আরো আনেক আসামী। সকল আসামীদের বাড়ি সিলেট জেলায়।

ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট কতোয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বনিক।