• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪
ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠক রবিবার (২৫ আগষ্ট) রাত ৯টায় সুরমা মার্কেট সিডনি চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মুহাম্মাদ জাকির হোসাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বিন আজমল এর পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আগস্ট মাসের মাসিক বৈঠক শুরু হয়।

বৈঠকে কেন্দ্রীয় প্রেরিত সার্কুলার এর উপর আলোচনা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী সহ-সভাপতি মুহাম্মদ আবুল হোসাইন, যুগ্ম সাধারণ-সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন জাকির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান আনসার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মদ সুজন আহমদ, উপ সম্পাদক মুহাম্মদ অপু আহমদ প্রমুখ।