একুশে নিউজ ডেস্ক : ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফারুক মিয়ার বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও টাকা বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে ত্রানের কার্ড বিতরনের অভিযোগ করেছেন নারী-পুরুষসহ ১১ ভুক্তভোগী।
রোববার ২৫ আগস্ট তাদের পক্ষে সেনাবাহিনী ছাতক ক্যাম্প কমান্ডার বরাবরে এমন অভিযোগ করেন ইউনিয়নের চরবাড়া গ্রামের বাসিন্দা আলী আহমদ। এর আগে ১৫ জুলাই সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে একই অভিযোগ করা হয়। ব্যবস্থা না করায় সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা।
আলী আহমদ অভিযোগে উল্লেখ করেন ইউপি সদস্য ফারুক মিয়া সরকারি ও বেসরকারি সংস্থার শিশু ভাতা, গর্ভকালিন ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য একটি ইসলামি এনজিও সংস্থা ইউনিয়নে ১৪০০ কার্ড চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে বিতরণ করে। প্রতিকার্ডের বিপরিতে বিদেশি বিস্কুটসহ নগদ সাড়ে চার হাজার টাকা করে দেওয়ার কথা। কিন্তু মেম্বার ক্ষতিগ্রস্থদের না দিয়ে স্বচ্ছল ও ঘনিষ্টজনদের মধ্যে বিতরণ করেন। এমনকি মেম্বার ও তার সহযোগী হেলাল ও আসলামের মাধ্যমে গ্রামের আব্দুর আলম, ছফিনা বেগম, রশিদা বেগম, শাহিন মিয়া, রুকিয়া বেগমসহ ১১ জন ব্যাক্তির কাছ থেকে এক হাজার টাকার বিনিময়ে কার্ড বিতরণ করেন। ত্রান না পাওয়ার সুবিচার দাবি করা হয় আবেদনে।
অভিযোগ বিষয়ে ইউপি সদস্য ফারুক মিয়া জানান, তারা মিথ্যা একটি অভিযোগ দিয়েছে। ইউএনও বিষয়টি তদন্ত করেছেন। এনজিও সংস্থা কোনো টাকা দেয়নি। কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। যারা টাকার বিনিময়ে কার্ড প্রদানের অভিযোগ করছেন তাদের সাথে বিরোধ রয়েছে বলে জানান মেম্বার।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302