• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের তৃতীয় মাসিক সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪
ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের তৃতীয় মাসিক সভা অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক : সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্ব প্রথম চেয়ারম্যান, দি এইডেডু হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৯ আগষ্ট ২০২৪) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে প্রথম উপজেলা চেয়ারম্যানের বাড়ীতে পরিচালনা কমিটির সহ-সভাপতি খছরুজ্জামান খছরুর আয়োজনে তৃতীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এবং ফাউন্ডেশনের সকল সদস্য এলাকার সবধরনের উন্নয়ন ও সামাজিক কাজে পাশে দাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন পরিচালনা কমিটির সদস্য আল-আইমান আহমদ। সভার শুরুতে পারিবারিক ও এলাকার পরলোকগত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন। সভায় ফাউন্ডেশনের কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বিশেষ বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি। সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, সহ-অর্থ সম্পাদক হারুন মিয়া, দপ্তর সম্পাদক ছালিক আহমদ, প্রচার সম্পাদক আবিদুর রহমান জুমন, সহ-প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, সদস্য ছবির মিয়া, মুসলিম মিয়া, আমির হোসেন কালু, মোঃ আব্দুল, জাহাঙ্গীর মিয়া, ইসমাইল আলী রুবেল, রুশন মিয়া, রিপন আহমদ, শিপন আহমদ, ইমন আহমদ, জুবের আহমদ, রাকিব মিয়া, শরীফ আহমদ, মাহিম আহমদ, জাকির হোসেন, রুহেল আহমদ, অলিদুল ইসলাম ইফতি, হৃদয় আহমদ ও রাহীম মিয়া।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের পরিচালনা কমিটি ও সকল সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে “গঠনতন্ত্র” প্রনয়নের লক্ষ্যে সাধারণ সভার উদ্যোগ গ্রহণ করা হয়। ইমার্জেন্সি ডিসিশন কমিটি ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির যৌথ উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার, ১৪ সেপ্টেম্বর শনিবার ও ২১ সেপ্টেম্বর শনিবার “গঠনতন্ত্র” প্রনয়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনার তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ফতেহপুর গ্রামের কিশোর, তরুণ ও যুব সমাজকে নিয়ে বিকাল ৫ .৪৫ ঘটিকায় আল হেরা একাডেমীর স্কুল মাঠে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় থেকে আগামী ০৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় মতবিনিময় ও পরিচিতি সভার উদ্যোগ গ্রহন করা হয়।