• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটের স্কুলছাত্র জিয়াদ নিখোঁজ, সন্ধান কামনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪
সিলেটের স্কুলছাত্র জিয়াদ নিখোঁজ, সন্ধান কামনা

একুশে নিউজ ডেস্ক : সিলেটের শাহপরান দাসপারা দাসপাড়া নোয়াগাঁও, ১/১ এলাকা থেকে গতকাল দুপুর ১:৩০ মিনিট এর সময় সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী কনসালটেন্ট ডা: জান্নাতুল ফেরদৌস ও ডা. শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ আল বাবর এর ছেলে ২০২৫ সালের এস এস সি পরিক্ষার্থী আব্দুল্লাহ আহমদ জিয়াদ (১৬) নিখোঁজ হয়েছে।

জানা যায় ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বাসা থেকে কোন কিছু না বলে হঠাৎ বের হয়ে যায়, রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা আত্বীয় স্বজন, বন্ধদের বাসা সহ অনেক খুজা খুজি করেন কিন্তু তার এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নি৷ এই বিষয়ে শাহপরান থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ আব্দুল্লাহ আহমদ জিয়াদ পরিবারের সদস্যরা। শাহপরান থানায় জিডি নং-৫৩৫।

ডা: জান্নাতুল ফেরদৌস এর সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে কে শেষবার নওয়াগাও, দাসপারা, শাহপরান এলাকায় দেখা গেছে। তার বয়স ১৬ বছর, গায়ের রং ফরসা উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চ এবং পরনে ছিল কাল শার্ট ও জিন্স পেন্ট। যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো আমাদের এই নাম্বারে 01616466456, 01717543694 অথবা মেডি এইড ডায়গনস্টিক সেন্টার বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মোবাইল: 01888400829।

শাহপরান থানার ডিউটি অফিসার অন্নপূর্ণা নিখোঁজ এর জিডির সততা নিশ্চিত করেন।