
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন জলঢুপ, পাটুলী গ্রামের ইংল্যান্ড প্রবাসী বিয়ানীবাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেনের বাড়িতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। ৫ আগষ্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিএনপি জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা চালায়। এরই ধারাবাহিকতায় যুবলীগ নেতা জাকির হোসেনের বাড়িতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ০৭.৪০ ঘটিকার দিকে স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসী রূপে জাকির হোসেনকে খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা জাকির হোসেনকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। জাকির হোসেন বিয়ানী বাজার উপজেলার জলঢুপ, পাটুলী গ্রামের জুবেদুর রহমান এর ছেলে। তিনি বিয়ানী বাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। শুধু মাত্র আওয়ামীলীগের রাজনীতি করার কারনে তার বাড়িতে এই অতর্কিত হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে বলে জাকির হোসেনকে খুঁজে পেলে তারা প্রাণে মেরে ফেলবে। বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করিতেছেন।
ঘটনার বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।