হাবিব রহমান::
জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস (এলজিইডি)র দুই অসাধু কর্মকর্তা আনিছ-মিলন ভূয়া প্রকল্প দেখিয়ে নিজেরাই ঠিকাদার সেজে কয়েক কোটি টাকা আত্বসাত ও অনিয়ম-দূর্নীতির সূষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুপার সিক্সটিন (আঞ্চলিক মানবাধিকার সংঘঠন) জামালগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ গেইটে এ মানবন্ধনে সভাপতিত্ব করেন সুপার সিক্সটিন উপজেলা সমন্বয়ক আবু তাহের আহমেদ।
সংঘঠনের ইউনিয়ন টিম লিডার আবু তাহির নূর খান উদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-মানবাধিকার সংঘঠন সুপার সিক্সটিনের উপদেষ্টা তারেক আল মঈন, বশির আহমেদ, সাচনা ইউপি টিম লিডার তোফাজ্জল হোসেন, ভীমখালী ইউপি টিম লিডার আবুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ সদর ইউপি টিম লিডার বায়েজিদ আহমেদ মারুফ, শিক্ষার্থী আবু সফিয়ান, সাকিব আহমেদ রিয়াদ, দিন ইসলাম, উবাইদুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জামালগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের দুই অসাধু ও দূর্নীতিবাজ কর্মকর্তা সহকারি প্রকৌশলী আনিছুর রহমান ও অফিস সহকারি মিলন দীর্ঘ বছর যাবত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক নেতাদের পৃষ্টপোষকতায় প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যা ইতিপূর্বে সুনামগঞ্জের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরের দূর্ণীতির ব্যাপারে এখনো কোনো তদন্ত করে উপজেলাবাসীর কাছে কেন প্রকাশ করা হয়নি বা সংবাদ সম্মেলন করা হয়নি তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তাই অনতিবিলম্বে আত্বসাতের দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসননের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার করে শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে ঘুষ, দূর্নীতি ও সকল প্রকার হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302