একুশে নিউজ ডেস্ক : জকিগঞ্জের বারহালের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে ও শাহ মো: ফয়ছল চৌধুরী শিক্ষা ট্রাস্টের আর্থিক সহযোগিতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার (১৪ সেপ্টেম্বর) বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে।
বারহাল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি গুলজার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব (ভারপ্রাপ্ত) চৌধুরী মামুন আকবর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: দিদার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, বারহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিক আহমদ, বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী, ড. এম এস ইকবাল ছদিওল, ইসতিয়াক আজিম চৌধুরী জনি, বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান, বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাদিক আহমদ তাপাদার, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছদিওল হোসাইন, পৃষ্ঠপোষক সাইফুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বারহাল ছাত্র পরিষদের দায়িত্বশীল সদস্য সহ এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বারহাল ছাত্র পরিষদের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও দেশ গঠনে ছাত্রদের অসামান্য অবদানের কথা স্বীকার করে দেশ রক্ষায় ছাত্রজনতাকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। দেশের যেকোনো দুর্যোগ কিংবা কঠিন পরিস্থিতিতে ছাত্রজনতার পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
উল্লেখ্য, বারহাল ছাত্র পরিষদ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া, অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপণ, রাস্তাঘাট পরিষ্কার সহ আরো নানাবিদ কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302