• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন উদ্দিন আহমদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪
সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি, মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. উমেদুর রহমান উমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এতে সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাহিন উদ্দিন আহমদ।

বুধবার যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দপ্তর সেল থেকে প্রকাশ করা হলো।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার দিবাগত রাতে সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ বলেন, তাকে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন শাহিন উদ্দিন আহমদ।