একুশে নিউজ ডেস্ক : প্রান্তিক ছাত্র সংসদের উপদেষ্টা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্টেডিয়াম মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বেলা ৩টায় দিকে নগরীর স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে দোয়া মাহফিল ও চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রান্তিক ছাত্র সংসদের সভাপতি তরিকুল ইসলাম নয়ন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও প্রান্তিক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল সাঈদ মোঃ সাকিব, প্রান্তিক ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি সাবেক প্যানেল মেয়র, সাবেক নির্বাচিত কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, নুরুল হুদা দিপু, আব্দুর রউফ, কায়ছান মাহমুদ সুমন, টিটন মল্লিক, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন রাসু, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ১ম যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আল-আমীন রাসেল, স্টেডিয়াম মার্কেটর বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন রশিদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আবুল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসীর চৌধুরী সাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম আহমেদ, আয়াত আলী প্রিন্স, ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাকিল আহমেদ খান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ ভুইয়া পলাশ, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শেখ রিপন। আরও বক্তব্য রাখেন, গোলাম রব্বানী, কাশেম আহমেদ চৌধুরী, আতিকুর রহমান মুন্না, মোঃ ছোটন, জুয়েল খান প্রেম, দেলোয়ার হোসেন, আনসার আহমেদ, তানভীর আহমেদ, সুইট, আকবর, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, আকাশ, মাহাদী হক, তৌসিফ, রায়হান, মাহফুজ, অপু, ছানি, নাঈম, রাহাত লিয়ন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা হাফিজ সহ ছাত্রদলে অনেক নেতাকর্মী মিথ্যা গায়েবী মামলা, হামলার শিকার হয়েছেন। বক্তারা আরো বলেন, শেখ হাসিনার দোসররা এখনও পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের গ্রেফতার করতে হবে বলে। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল। এই কাজ করতে গিয়ে সে চুরি করেছে, মানুষ খুন করেছে। দেশের গণতন্ত্র হত্যা করেছে। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করে শাস্তি দিতে হবে। বক্তারা এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেন।
পরিশেষে এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302