একুশে নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র লন্ডন শাখার সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টার বাড়িতে ২০২১ সালের ২৭ এপ্রিল হামলা, ভাঙচুর, লুটপাট ককটেল বিস্ফোরণ ও ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট ১০.০০ ঘটিকার দিকে আবারও আওয়ামী লীগ সন্ত্রাসীরা বন্দুক, ককটেল, পিস্তল, একে ৪৭ ইত্যাদি মারাত্মক অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থল বাড়িতে হামলা করে এলোপাতাড়ি গুলি বর্ষন করার অপরাধে গত ১১ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় বাড়ির কেয়ারটেকার আল-আমিন বাদী হয়ে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রদান আসামী এবং ১৪৮ জনের নাম উল্লেখ ৩০জনকে অজ্ঞাত করে মারপিট, গুরত্বর জখম এবং বিস্ফোরক উপাদানাবলি আইনে দক্ষিণ সুরমা থানার (মামলা নং০৯. তাং ১১/০৯/২৪ইং দাখিল করেন। কিন্তু ওই মামলায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের নাম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তারা জানান, ওই মামলায় ৫নং সিলাম ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক শাহ সুলতান বাদলকে ১৩৫ নং আসামি ও একই ওয়ার্ডের বিএনপির সক্রিয় কর্মী ফাহাদকে ১৩৩ নং আসামি করা হয়েছে।
এ ব্যাপারে শাহ সুলতান বদল এবং ফাহাদ জানান, তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতির সাথে যুক্ত। ফলে তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা হামলা, মামলা ও জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছেন। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তবুও নিজ দলের নেতার মামলায় তারা আসামি হলেন, এটা অত্যন্ত দুঃখজনক।
বাদল ও ফাহাদ আরও জানান, তাদের এলাকার মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়েছে। তাই তারা বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছেন, তাদের এলাকার প্রতিপক্ষের লোকজন লন্ডন এবং দেশে ষড়যন্ত্র করে এই মামলায় জড়িত করেছেন। তারা এ মামলার দায় হতে মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মামলার বাদী ও বিএনপি নেতাদের সার্বিক সহযোগীতা কামনা করেন ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302