• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

রুপা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে মালামাল চুরি ও প্রতারণার অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪
রুপা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে মালামাল চুরি ও প্রতারণার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেটে রুপা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে মালামাল চুরি ও গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগীর অভিযোগ তাদের আত্মীয় স্বজনজের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, কাপড় ও দামী ওষুধ প্রবাসে পাঠালে সেখানে সব মালামাল পৌঁছায়নি। দামী সব ওষুধ রেখে কাপড় ও খাদ্য সামগ্রী পাঠিয়ে দায় এড়াচ্ছে কুরিয়ার সার্ভিস। এমন অভিযোগ নিয়ে তাদের দারস্থ হয়েও পেতে হচ্ছে প্রাণ নাশের হুমকি! ভুক্তভোগীর অভিযোগ এই কুরিয়ার সার্ভিস দামি ওষুধ নগরের বিভিন্ন ফার্মেসিতে কমদামে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করছে।

এ ঘটনায় এসএমপি’র কোতোয়ালি থানায় গত ১৩ জুলাই সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী হেলাল আহমদ। ডাইরি নং-১২২১।

ডায়েরি সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত অফিস সহায়ক হেলাল আহমদ (৪১) জিন্দাবাজারস্থ রুপা এক্সপ্রেসের মাধ্যমে দেশের বাহিরে কানাডায় তার খালাতো বোনের কাছে খাদ্যদ্রব্য, কাপড় ও ওষুধসহ প্রতিষ্ঠানের কমিশন দিয়ে ৪৮ হাজার ৩০০ টাকার মালামাল পাঠান। ১০ দিন পর খাদ্যদব্য ও কাপড় পায় তারা তবে ৮ হাজার ৭শত ৫০ টাকার ওষুধ পাঠানো হয়নি। পরে তিনি রুপা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে তারা ১ সাপ্তাহের সময় নেন। এভাবে প্রায় দীর্ঘদিন চলে যায়। কিন্তু প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো সুরাহা না করে উল্টো হেলাল আহমদকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের কর্মরত অফিস সহায়ক হেলাল আহমদ জানান, রুপা এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস আমার সাথে এরকম তিনবার ঘটনা ঘটিয়েছে। তাছাড়া তারা পার্সেল বুকিংয়ের জন্যও অতিরিক্ত টাকা নেয়। এরকম আরও মাল চুরি করার রেকর্ড আছে তাদের। তারা এভাবে আরও অনেক মানুষকে হয়রানি করেছে। তারা অন্যের অনেক জিনিসপত্র নিজের কাছে রেখে দেয়, সব জিনিস পার্সেল করেনা। আমি যতবার তাদের প্রতিষ্ঠান মাধ্যমে কুরিয়ার করেছি ততবার আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। মার্কেটের একজন লোক আমাকে জানিয়েছে দামি ওষুধের পারসেল ওরা নিজেদের কাছে রেখে দেয় এবং সেই ওষুধ তাদের পরিচিত ফার্মেসীর কাছে অল্প টাকায় বিক্রি করে দেয়।

এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন রুপা এক্সপ্রেসের ম্যানেজার রাসেল হাওলাদার।

বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন কোতোয়ালি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া। তবে জিডি হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।